একাধিক অভিযোগ দিয়েই শুরু হল এই বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা। প্রথম পত্রের প্রশ্ন ভাইরাল করার অভিযোগে বেশ কয়েকজন পরীক্ষার্থীকে সাসপেন্ড করা হয়েছে। তবে সংসদ শিক্ষা নিচ্ছে, লেকটাউন ও মালদহের ঘটনার থেকে। পরীক্ষার শেষে সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানিয়েছেন, আগামী বছর থেকে অ্যাডমিড কার্ডে পরীক্ষা কেন্দ্রের নাম লেখা থাকবে।
কলকাতার লেকটাউন এবং মালদহ থেকে অভিযোগ আসে, ভুল পরীক্ষা কেন্দ্রে চলে গিয়েছেন পরীক্ষার্থীরা। লেকটাউনের ঘটনায় নিজের ভুল স্বীকার করেছেন আদ্যনাথ শিক্ষা নিকেতনের প্রধান শিক্ষিকা। তাঁকে তলব করেছে সংসদ। একই ঘটনার খবর পাওয়া গিয়েছে মালদহ থেকে।
এবার আগে থেকেই নির্দেশিকা ছিল, গ্যাজেট নিয়ে পরীক্ষা কেন্দ্রে ঢোকা যাবে না। এই অভিযোগে, মালদহ এবং দক্ষিণ ২৪ পরগনা থেকে বেশ কয়েকজনকে সাসপেন্ড করা হয়েছে। তবে সংসদ সভাপতি জানিয়েছেন, বিক্ষিপ্ত কিছু অভিযোগ ছাড়া, প্রথম পত্রের পরীক্ষা মোটের উপর শান্তিতেই মিটেছে।