আরও চাপে আরজি কর দুর্নীতি মামলায় গ্রেফতার সন্দীপ ঘোষ। এবার তাঁর রেজিস্ট্রেশন বাতিলের দাবি তোলা হল। একা সন্দীপ নন, এই একই দাবি উঠেছে আরজি কর হাসপাতালের ঘটনায় জড়িত বাকি চিকিৎসকদের বিরুদ্ধে। এই পরিস্থিতিতে পিছিয়ে দেওয়া হল রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক। কথা ছিল এই বৈঠক বৃহস্পতিবার ও শুক্রবার। কিন্তু বুধবার এই বৈঠক পিছিয়ে দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে।
জানা গিয়েছে, ইতিমধ্যেই সন্দীপের কড়া শাস্তির দাবি তুলেছেন বেশ কয়েকজন চিকিৎসক। ইতিমধ্যেই কাউন্সিল থেকে পদত্যাগ করেছেন দীপাঞ্জন বন্দ্যোপাধ্যায় এবং সুমন মুখোপাধ্যায়। রাজ্যের মেডিক্যাল কাউন্সিলকে একটি চিঠি লিখেছেন সুমন মুখোপাধ্যায়। ওই চিঠিতেই সন্দীপ ঘোষের রেজিস্ট্রেশন বাতিলের দাবি জানিয়েছেন সুমন। তাঁর দাবি, দোষী চিকিৎসকদের রেজিস্ট্রেশন অবিলম্বে বাতিল করলেই কাউন্সিলের ভাবমূর্তি উজ্জ্বল থাকবে।
উল্লেখ্য সোমবার আরজি করের দুর্নীতি মামলায় গ্রেফতার করা হয় সন্দীপ ঘোষ-সহ তিন জনকে। মঙ্গলবারই তাঁকে আদালতে পেশ করেছিল সিবিআই। সন্দীপকে আপাতত আট দিন সিবিআই হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এই ঘটনার পরেই তাঁকে সাসপেন্ড করে স্বাস্থ্য ভবন। তারপরেই সন্দীপের রেজিস্ট্রেশন বাতিলের দাবি উঠল।