Nabanna On Firecracker : নবান্নে বাজি বৈঠকে কিছু জেলার পুলিশের ভূমিকায় ক্ষোভ ডিজির

Updated : May 23, 2023 17:49
|
Editorji News Desk

বেআইনি বাজি কারখানা আছে। কিন্তু সেই খবর নেই কেন পুলিশের কাছে ? এই প্রশ্ন তুলেই রাজ্যের বেশ কিছু জেলার পুলিশ সুপারকে ধমক দিলেন ডিজি মনোজ মালবিয়া। পূর্ব মেদিনীপুরের এগরা, দক্ষিণ ২৪ পরগনার মহেশতলা এবং মালদহের ঘটনার জেরে এদিন নবান্নে প্রশাসনিক বৈঠক ডাকা হয়েছিল। সূত্রের দাবি, ওই বৈঠকেই রাজ্যের বেশ কিছু জেলার পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করে ডিজি। ধমকও দিয়েছেন বেশ কয়েকজন পুলিশ সুপারকে। কেন তাঁদের কাছে এই ব্যাপারে খবর থাকছে না, তা-ও জানতে চাওয়া হয়েছে। মূলত জঙ্গলমহলের জেলাগুলির পুলিশ সুপারদের দায়িত্ব ফের একবার স্মরণ করিয়ে দেওয়া হয়েছে। 

এই নির্দেশের আগে অবশ্য। রাজ্যের বিভিন্ন জায়গায় তল্লাশিতে এখনও পর্যন্ত প্রায় পঞ্চাশ  হাজার কেজি বাজি উদ্ধার করা হয়েছে। প্রশাসন সূত্রে খবর, নদিয়া থেকে সবচেয়ে বেশি বাজি উদ্ধার হয়েছে। বজবজ, মহেশতলায় এদিনও চলেছে তল্লাশি। 

এসবের মধ্যেই অবশ্য মঙ্গলবার সকালে মালদহে বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনা ঘটছে। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, কার্বাইডের ড্রাম নামানোর সময় বাজির গুদামে আগুন লেগে যায়। এই ঘটনা স্থানীয় বাজারের আশপাশের প্রায় ১৫টি দোকান ভস্মীভূত হয়ে গিয়েছে। 

এদিকে, এগরার ঘটনার তদন্তে দাবি করা হয়েছে, ২০১৯ সালেই শেষ হয়ে গিয়েছিল মূল অভিযুক্ত ভানু বাগের লাইসেন্স। তারপর তার আর নবীকরণ করা হয়নি বলেই দাবি। গত চারবছর গ্রামের মধ্যে বেআইনি ভাবে কারখানা চলছিল বলেই দাবি তদন্তকারীদের। 

Nabanna

Recommended For You

editorji | কলকাতা

Jadavpur University: 'অচল' যাদবপুরে নয়া চাঞ্চল্য, রাজের উগ্র বোমা, নিজের পাড়াতেই 'Wanted' ব্রাত্য

editorji | কলকাতা

Tangra Murder Case : পুলিশের গাড়িতে বাড়ি ফিরলেন প্রসূন, ট্যাংরার ঘটনায় পুলিশের পুনর্নির্মাণ

editorji | কলকাতা

Mamata Banerjee : এপি সেন্টার মুর্শিদাবাদ, দক্ষিণ দিনাজপুর, ভোটের আগে ভুয়ো ভোটারের জাল, বিজেপির বিরুদ্ধে

editorji | কলকাতা

Abhishek Banerjee : টার্গেট ২১৫, নেতাজি ইন্ডোর থেকে বিধানসভার লক্ষ্য স্থির করে দিলেন অভিষেক

editorji | কলকাতা

Madhyamgram Murder : কী ভাবে আহিরীটোলা চিনলেন ফাল্গুনী-আরতি ? মধ্যমগ্রাম-কাণ্ডে উদ্ধার সেই ইট