পিটুনির জেরে নয়, মধ্য কলকাতার আমহার্স্ট্র স্ট্রিট থানায় যুবকের মৃত্যুর পিছনে একাধিক রোগের কারণ। এমনটাই দাবি ওই যুবকের ময়না তদন্তের প্রাথমিক রিপোর্টে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, পুলিশ মর্গে ময়না তদন্তে চিকিৎসকদের অনুমান মৃত অশোক সিং একাধিক রোগে আক্রান্ত ছিলেন। তাঁর ব্রেন টিউমার থাকতে পারে বলেও অনুমান চিকিৎসকদের।
বুধবারের এই ঘটনায় যুবকের পরিবার খুনের অভিযোগ তুলেছিল। যদিও ময়না তদন্তের প্রাথমিক রিপোর্টে আঘাতের কোনও চিহ্ন নেই বলেই দাবি করা হয়েছে।
এদিন পুলিশ সূত্রে দাবি করা হয়েছে, ব্রেন টিউমারের চিকিৎসায় ত্বক ও নখে যে ধরণের কালো ছোপ থাকে, তা ওই যুবকের শরীরে মিলেছে। সেই কারণে টিউমারকে সংরক্ষণ করা হয়েছে।
পাশাপাশি বায়োপসির জন্য পাঠানো হয়েছে তাঁর চামরা। পুলিশের একটি সূত্র থেকে জানানো হয়েছে, চিকিৎসকদের দাবি ব্রেন টিউমারের মতো চিকিৎসায় অনেক সময় হঠাৎ করেই মানুষ মৃত্যুর কোলে ঢোলে পড়তে পারে। অশোকের ক্ষেত্রেও তেমনটা হতে পারেন বলে অনুমান।
বুধবার এই ঘটনার জেরে উত্তাল হয় কলেজ স্ট্রিট চত্বর। এই ঘটনায় সিবিআই তদন্ত দাবি করেন বিজেপির কাউন্সিলর সজল ঘোষ। এমনকী, বৃহস্পতিবার তিনি কলকাতা হাই কোর্টে একটি মামলাও করেছেন। এই ঘটনাকে কেন্দ্র করে দিনভরই তপ্ত থাকে মধ্য কলকাতার ওই এলাকা।