নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের অসহযোগিতায় কার্যত ‘বিরক্ত’ কলকাতা হাইকোর্ট। নিয়োগ দুর্নীতি তদন্তে বারংবার মুখ্যসচিব বিপি গোপালিকা কাছে রিপোর্ট চাওয়া হলেও তা পেশ করা হচ্ছে না বলে ক্ষোভ উগরে দিয়েছে হাইকোর্ট। বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চ এবার কার্যত সময় বেঁধে দিল মুখ্যসচিবকে।
উল্লেখ্য, নিয়োগ দুর্নীতি তদন্তে অভিযুক্ত সরকারি আধিকারিকদের বিরুদ্ধে বিচার প্রক্রিয়া শুরু করার আগে রাজ্যের অনুমতি প্রয়োজন। কিন্তু তিনবার সেই রিপোর্ট চেয়েও, সদুত্তর মেলেনি। এতেই তদন্তের গতি মন্থর হচ্ছে বলে দাবি জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল সিবিআই।
Bomb Threat In Schools: স্কুলে বোমা-হুমকির মেইল ভুয়ো, আশ্বস্ত করল কলকাতা পুলিশ
এই প্রসঙ্গে বিচারপতি বাগচী জানান, “আদালত মনে করছে, মুখ্যসচিব যে রিপোর্ট জমা দিয়েছেন সেখানে কোনও বুদ্ধি প্রয়োগ করা হয়নি। তিনি তাঁর দায়িত্ব উপলব্ধি করতে পারেননি।” তিনি আরও বলেন, “ আমরা আশা করব প্রভাবশালী অভিযুক্তদের পদ মুখ্যসচিবকে প্রভাবিত করবে না। একজন মুখ্যসচিব স্বাধীনভাবেই সিদ্ধান্ত নেবেন।”