বিধ্বংসী আগুনে ভস্মীভূত কলকাতার শতাব্দী প্রাচীন ভবানীপুর সুইমিং ক্লাব। দক্ষিণ কলকাতার পদ্ম পুকুর রোডের এই ক্লাবে শনিবার রাত ১০টার কিছু পরে আগুন লাগে। প্রথমে স্থানীয়রা আগুন দেখতে পেয়ে দমকলে খবর দেন। প্রথমে পাঁচটি ইঞ্জিন এসে আগুন নেভানোর কাজ শুরু করে। পরেও ঘটনাস্থলে আসে আরও তিনটি ইঞ্জিন। প্রায় মধ্যরাতে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে কী ভাবে শতাব্দী প্রাচীন এই সুইমিং ক্লাবে আগুন লাগল, তা নিয়ে ধোঁয়াশা রয়েছে।
ঐতিহ্যবাসী এই সুইমিং ক্লাবে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে যান রাজ্যের দুই মন্ত্রী অরূপ বিশ্বাস এবং সুজিত বসু। মূলত কাঠ দিয়ে তৈরি এই ক্লাব ঘরে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। প্রাথমিক ভাবে আগুন নেভাতে বেগ পেতে হয় দমকলকে। পরে টিনের ছাউনি ভেঙে দেন দমকল কর্মীরা। স্থানীয়দের দাবি, যেখানে আগুন লাগে সেখানে জিম এবং ইন্ডোর গেমসের সরঞ্জাম রাখা থাকত।
ইতিমধ্যেই এই ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন দমকল মন্ত্রী সুজিত বসু। মনে করা হচ্ছে রবিবারের মধ্যেই ঘটনার তদন্ত রিপোর্ট মন্ত্রীর কাছে জমা দেবে দমকল বিভাগ। মধ্যরাতের পর আগুন পুরোপুরি আয়ত্তে আসে।