ওয়াটগঞ্জ কাণ্ডে নয়া কিনারা। চটকল ঘাটের পাশের একটি ঝোপ থেকে উদ্ধার দুর্গা সরখেলের দেহের আরও কিছু অংশ। যা খুঁজে পেতে কার্যত কালঘাম ছুটে গিয়েছিল পুলিশের। আগেই প্লাস্টিকে মোড়া অবস্থায় পাওয়া গিয়েছিল মহিলার কাটা মুণ্ডু, বুক আর পায়ের অংশ। পুলিশ তন্য তন্য করে খুঁজছিল মহিলার তলপেটের অংশ, পায়ের পাতা। এবার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখেই দেহের আরও কিছু অংশের খোঁজ পেল পুলিশ।
Feluda: গরমের ছুটিতে শহরে ফেলুদা-তোপসে-জটায়ু! 'নয়ন রহস্য'-এর ফার্স্ট লুক প্রকাশ্যে
প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ধৃত ভাসুর ওই মহিলাকে বাথরুমে খুন করে, তাঁর দেহ টুকরো করে প্লাস্টিকের প্যাকেটে ভরে সাইকেলে করে ফেলতে গিয়েছিলেন। সিসিটিভি ফুটেজেও এমন ছবি ধরা পড়েছে। এই ঘটনায় প্রাথমিক ভাবে পুলিশের অনুমান, এই খুনের পিছনে তন্ত্র সাধনার যোগ থাকতে পারে।