Kolkata Police: কলকাতায় জমায়েতে নিষেধাজ্ঞা নতুন নিয়ম নয়, জনস্বার্থ মামলায় হাইকোর্টকে জানাল রাজ্য

Updated : Sep 27, 2024 19:45
|
Editorji News Desk

কলকাতার কিছু নির্দিষ্ট এলাকায় আগামী ২মাস ২৫ সেপ্টেম্বর থেকে, ২৩ নভেম্বর পর্যন্ত ৫ জনের বেশি জমায়েত নিষিদ্ধ। এই মর্মে কলকাতা পুলিশের তরফে একটি বিবৃতি প্রকাশ করা হয় বুধবার। যেখানে সই রয়েছে নবনিযুক্ত পুলিশ কমিশনার মনোজ ভার্মার। 


আর এই ঘোষণার পর থেকেই কার্যত ক্ষোভে ফেটে পড়েছেন আন্দোলনকারীদের একাংশ। মনোজ ভার্মার বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে জনস্বার্থ মামলা হয়েছিল কলকাতা হাইকোর্টে। জোড়া মামলা করে আদালতের দ্বারস্থ হয় সিপিএম এবং জয়েন্ট ডক্টর্স ফোরাম।


এই মামলার শুনানি চলাকালীন হাইকোর্টের বিচারপতি রাজস্বী ভরদ্বাজের মন্তব্য, ‘কলকাতা পুলিশের বিজ্ঞপ্তি মেনে চললে, এই এলাকার দুর্গাপুজোগুলোও বাতিল করতে হয়।’ এর প্রেক্ষিতে, রাজ্যসরকারের তরফে বলা হয়, এটি নতুন কোনও নিয়ম নয়, ২০২৩ সালেই এই নিয়ম চালু হয়েছে। ৬ মাস অন্তর এই নিয়মের পুনর্নবীকরণ করা হয়। 

 

জমায়েত সংক্রান্ত কলকাতার পুলিশের বিজ্ঞপ্তি প্রত্যাহারের কোনও সুযোগ রয়েছে কি না, পরবর্তী শুনানিতে জানানোর কথা বলা হয়েছে। ২৫ সেপ্টেম্বর থেকে, চলবে ২৩ নভেম্বর পর্যন্ত বৌবাজার থানা, হেয়ার স্ট্রিট থানা এবং ধর্মতলা এলাকায় কে সি দাস ক্রসিং থেকে ভিক্টোরিয়া হাউসের দিকের এলাকায় কোনও রকমের বড় জমায়েত করা যাবে না বলে ঘোষণা করা হয়েছিল। 


রাজ্যের এই বক্তব্য ঠিক নয় বলেও জানান আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য। ঘটনায় প্রতিক্রিয়া দিয়েছেন মীনাক্ষী মুখোপাধ্যায়। পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। বিজেপির সুকান্ত মজুমদারও এই ঘটনার তীব্র সমালোচনা করেছেন। 

Kolkata Police

Recommended For You

editorji | কলকাতা

Jadavpur University: 'অচল' যাদবপুরে নয়া চাঞ্চল্য, রাজের উগ্র বোমা, নিজের পাড়াতেই 'Wanted' ব্রাত্য

editorji | কলকাতা

Tangra Murder Case : পুলিশের গাড়িতে বাড়ি ফিরলেন প্রসূন, ট্যাংরার ঘটনায় পুলিশের পুনর্নির্মাণ

editorji | কলকাতা

Mamata Banerjee : এপি সেন্টার মুর্শিদাবাদ, দক্ষিণ দিনাজপুর, ভোটের আগে ভুয়ো ভোটারের জাল, বিজেপির বিরুদ্ধে

editorji | কলকাতা

Abhishek Banerjee : টার্গেট ২১৫, নেতাজি ইন্ডোর থেকে বিধানসভার লক্ষ্য স্থির করে দিলেন অভিষেক

editorji | কলকাতা

Madhyamgram Murder : কী ভাবে আহিরীটোলা চিনলেন ফাল্গুনী-আরতি ? মধ্যমগ্রাম-কাণ্ডে উদ্ধার সেই ইট