নির্বিঘ্নে শেষ হয়েছে টেট (TET Exam)। রাজ্যে পরীক্ষা দিয়েছেন প্রায় ৭ লক্ষ পরীক্ষার্থী। রবিবারও ২০১৪ সালের টেট উত্তীর্ণ নট-ইনক্লুডেড (Not Included Candidates) প্রার্থীরা চাকরির দাবিতে ধর্মতলার ধর্নামঞ্চে বসে ছিলেন। এদিন ছিল ধর্নার ১১৬তম দিন। ২০১৪ সালেও সেবার অনেক স্বপ্ন নিয়ে পরীক্ষায় বসেন তাঁরা। ফের নতুন প্রার্থীদের পরীক্ষা। রাজ্যের এই প্রক্রিয়া নিয়ে খুশি নন আন্দোলনকারীরা। জানালেন, স্বচ্ছতার চাদর চাপানোর প্রচেষ্টা চলছে। যদি নিয়োগের সদিচ্ছা থাকত, তা হলে আদালতে কথা মেনে নিয়োগ করত সরকার।
আরও পড়ুন: সোশ্যাল মিডিয়ায় ভুয়ো সূচি, পড়ুয়া ও অভিভাবকদের সতর্ক করল CBSE
আন্দোলনরত এক চাকরিপ্রার্থী জানান, ৮ বছর আগে টেট পাশ করার পর এখনও নিয়োগ প্রক্রিয়া শেষ করতে পারেনি। তারপর আবার একটি পরীক্ষার আয়োজন প্রহসন ছাড়া কিছু নয়। কিছুদিন পর ওনাদেরও তাঁবু খাটিয়ে বসতে হবে। টেট পরীক্ষার দিনই এমনই দাবি আন্দোলনকারী চাকরিপ্রার্থীদের।