১১ ডিসেম্বর হতে চলেছে টেট। দিনক্ষণ আগেই জানিয়েছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ। পুজোর আগে চতুর্থীর সন্ধেয় টেটের বিজ্ঞপ্তি ঘোষণা করল পর্ষদ। ১১ হাজার শূন্যপদের ঘোষণা করা হয়েছে। আট বছর পর টেটের বিজ্ঞপ্তি জারি করল পর্ষদ। আগামী ২১ অক্টোবর থেকে আবেদন জমা করা যাবে।
২০১৪ সালে শেষবার টেটের বিজ্ঞপ্তি দেয় রাজ্য। ২০১৬ সালের আইন অনুযায়ী এবার নিয়োগ করবে প্রাথমিক শিক্ষা পর্ষদ। গত ২৬ সেপ্টেম্বর সাংবাদিক সম্মেলন করে পর্ষদ সভাপতি গৌতম পাল জানিয়েছিলেন, স্ক্রুটিনি, ইন্টারিভউয়ের পর প্রার্থী নিয়োগ করা হবে। পর্ষদ জানিয়েছে, ১৪ অক্টোবরের পর থেকে অনলাইনেও ফর্মের নিয়ম জানানো হবে প্রাথমিক শিক্ষা পর্ষদের ওয়েবসাইটে।
সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল, সেপ্টেম্বরের মধ্যেই টেট পরীক্ষার আয়োজন করতে হবে। অ্যাডহক কমিটির সিদ্ধান্তের পর বলা হয়, সুপ্রিম কোর্টের কাছে অনুরোধ করবে শিক্ষা পর্ষদ। কিন্তু চতুর্থীর সন্ধেতে টেটের বিজ্ঞপ্তি ঘোষণা করল পর্ষদ।