আরজি করের প্রতিবাদে জুনিয়র ডাক্তারদের অনশন। এবার তা নিয়ে কটাক্ষ শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তাঁকে জবাব ফিরিয়ে দিলেন জুনিয়র ডাক্তারদের আন্দোলনের অন্যতম মুখ দেবাশিস হালদার। সোমবার রাজভবন থেকে বেরিয়ে তিনি জানিয়েছেন, এখানে কেউ চকোলেট, স্যান্ডউইচ খেয়ে কিন্তু অনশন করছেন না।
আরজি কর নিয়ে জুনিয়র ডাক্তারদের অনশনকে কটাক্ষ করতে গিয়েছে শ্রীরামপুরের সাংসদ দাবি করছেন, সকালে অনশনে বসে, বিকেলেই হাসপাতালে ভর্তি হয়ে যাচ্ছেন জুনিয়র ডাক্তাররা। মূলত, উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালের এক চিকিৎসকদের ঘটনাকে উল্লেখ করে তৃণমূল সাংসদ দাবি করেন, এটা হাঙ্গার স্ট্রাইক আপ টু হসপিটালাইজেশন। এমনকী, আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের দম নেই বলেও কটাক্ষ করেছেন তিনি।
এদিন সন্ধ্যায় রাজভবনের সামনে সাংবাদিক বৈঠকে পাল্টা প্রশ্ন করে দেবাশিস হালদার জানতে চেয়েছেন, দম নেই বলে সাংসদ ঠিক কী বোঝাতে চেয়েছেন ? সাংসদ কী চাইছেন, তাঁরা আন্দোলন মঞ্চে বসেই মরে যান। এরসঙ্গে দেবাশিসের সংযোজন, তাঁরা অনশন করছেন। এখানে কেউ চকোলেট, স্যান্ডউইচ খেয়ে কিন্তু অনশন করছেন না। কারণ, তাঁরা জানেন এখানে অনশন করলে কার শরীরে কী পরিবর্তন আসে, কী জিনিস হচ্ছে। তাঁদের একটা দায়িত্ব আছে।
যদিও এই আন্দোলনের পিছনে যে বাম মদত স্পষ্ট, এদিন সেই অভিযোগও করেছেন তৃণমূল সাংসদ। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, বামপন্থী কয়েকজন সিনিয়র ডাক্তারদের মদতে ধর্মতলার সেফ জোনে বসে এই আন্দোলন করছেন জুনিয়র ডাক্তাররা। এই অভিযোগও খারিজ করে দিয়েছেন জুনিয়র ডাক্তাররা।