RG কর কাণ্ডে প্রকৃত দোষীদের গ্রেফতার এবং তাদের শাস্তির দাবিতে প্রতিবাদ মিছিল করল বামফ্রন্ট। রাজাবাজার ট্রাম ডিপো থেকে শুরু হয় ওই মিছিল। পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবি তোলা হয় মিছিল থেকে। মিছিল ঘিরে তুমুল উত্তেজনা শুরু হয়। খান্না মোড়ে পুলিশি ব্যারিকেড ভেঙে শ্যামবাজারের দিকে এগিয়ে যায় মিছিল। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয় বিক্ষোভকারীদের।
দোষীর শাস্তির দাবি এবং মুখ্যমন্ত্রীর পদত্যাগের পাশাপাশি মঙ্গলবারের ওই মিছিল থেকে কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েলের পদত্যাগের দাবি তোলা হয়। মিছিলে উপস্থিত ছিলেন, সুজন চক্রবর্তী, বিমান বসু, মহম্মদ সেলিম সহ বামফ্রন্টের শীর্ষ নেতৃত্ব। এছাড়াও প্রচুর সংখ্যক মহিলা এদিনের ওই মিছিলে যোগ দেন। এবং সামনের সারিতে জাতীয় পতাকা নিয়ে মিছিল এগিয়ে যায়।
ওই মিছিল থেকে সুজন চক্রবর্তী জানান, ন্যায় বিচারের দাবিতে পথে নেমেছেন তাঁরা। আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের পাশে রয়েছেন। RG কর কাণ্ডে প্রকৃত দোষীদের গ্রেফতার এবং কঠোর শাস্তি না হওয়া পর্যন্ত আন্দোলন থেকে পিছপা হবেন না তাঁরা।
তাঁর অভিযোগ, প্রথম থেকেই তথ্য প্রমাণ লোপাট করা হয়েছে। পুরো ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এই পরিস্থিতিতে কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েলের পদত্যাগের দাবি তোলেন তিনি। তিনি প্রশ্ন তোলেন, এত কিছুর পর কেন বিনীত গোয়েলকে তাঁর পদ থেকে সরিয়ে দেওয়া হয়নি?
এদিকে RG কর নিয়ে সোমবার লালবাজার অভিযানের ডাক দিয়েছিলেন জুনিয়র ডাক্তাররা। কিন্তু ফিয়ার্স লেনে তাঁদের আটকে দেওয়া হয়েছিল। অবশেষে প্রায় ১৯ ঘণ্টা পর জুনিয়ার ডাক্তারদের মিছিল এগোতে দেওয়া হয়। এবং ২২ জন প্রতিনিধি লালবাজারে গিয়ে দেখা করেন।