বিজেপিতে যোগ দিলেন তাপস রায়। শুভেন্দু অধিকারী ও সুকান্ত মজুমদারের উপস্থিতিতে বিজেপির সদর দফতরে বিজেপি-তে যোগ দেন তাপস রায়।
সোমবার বিধায়ক পদ থেকে ইস্তফা দেন তাপস রায়। বুধবার বিধানসভায় তাঁকে শুনানির জন্য ডাকা হয়। বুধবার ইস্তফাপত্রে ত্রুটির জন্য তাপস রায়ের ইস্তফা গ্রহণ করেননি বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। ওই শুনানিতে বিধানসভার স্পিকার জানান, ইস্তফায় পদ্ধতিগত ত্রুটি রয়েছে। ফের বৃহস্পতিবার তাঁকে বিধানসভায় ডাকা হয়েছে। ইস্তফা গ্রহণ না করলেও, বুধবার বিকেলেই কথামতো বিজেপিতে যোগ দিলেন তাপস রায়।
আরও পড়ুন: রবিবার বাংলার সমাবেশ দেখবে ব্রিগেড, ভিডিও-তে বার্তা তৃণমূল নেত্রীর