রাজ্যের নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই দফতরে হাজিরা তাপস মন্ডলের। এদিন কলকাতার নিজাম প্যালেসে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দফতরে বেশ কিছু নথি নিয়ে হাজির হন তিনি। এর আগে গত ৩ জানুয়ারি, সিবিআই দফতরে হাজিরা দেন তাপস মণ্ডল।
সিবিআই সূত্রে খবর, কিছু নথি নিয়ে আসতে বলা হয়েছিল তাপস মণ্ডলকে। সেই নথি নিয়েই সিবিআই দফতরে হাজিরা গেন তিনি। গত ৩ জানুয়ারি, তাপসকে জিজ্ঞাসাবাদ করে সিবিআই।
আরও পড়ুন: আইনজীবী নেই, হাই কোর্টের বিচারপতি রাজাশেখর মান্থার কাছে দুঃখপ্রকাশ রাজ্যের
এর আগে নিয়োগ দুর্নীতি মামলা তাপস মণ্ডলকে একাধিকবার জিজ্ঞাসাবাদ করে ইডি। সূত্রের খবর,ইডির কাছে যে বয়ান দিয়েছিলেন, সিবিআই-কেও তাই জানিয়েছেন তাপস মণ্ডল।