অনশনের মঞ্চে অসুস্থ আরও এক চিকিৎসক। এবার কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হল ওই হাসপাতালের চিকিৎসক তনয়া পাঁজাকে। সোমবার সন্ধ্যায় ধর্মতলার অনশন মঞ্চ থেকে তাঁকে নিয়ে যাওয়া হয় কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, টানা অনশনের জেরে অসুস্থ তনয়া। ইতিমধ্যেই তাঁর জন্য মেডিক্যাল বোর্ড তৈরি করা হয়েছে। এর আগে, এদিন সকালেই তনয়াকে হাসপাতালে ভর্তির প্রস্তাব দেওয়া হয়েছিল। যদিও তা নিতে অস্বীকার করেছিলেন তনয়া। তিনি জানিয়েছিলেন, অনশন মঞ্চ থেকে তিনি নড়বেন না। কিন্তু জানা গিয়েছে, সন্ধ্যায় তাঁর অবস্থা খানিকটা গুরুতর হয়। মাথা ঘুরতে থাকে। এরপর আর কোনও ঝুঁকি নেননি ঘটনাস্থলে থাকা চিকিৎসকরা।
আমরণ অনশনে বসা তনয়া আরজি কর আন্দোলনের সঙ্গে যুক্ত প্রথম থেকেই। শহরজুড়ে চলা চিকিৎসক এবং সাধারণ মানুষের একাধিক মিছিলে পা মিলিয়েছিলেন তনয়া। স্লোগান দিয়েছেন, গান গেয়েছেন জনসভায়। ধর্মতলার অনশন মঞ্চ থেকে প্রথম হাসপাতালে ভর্তি হতে হয়েছিল অনিকেত মাহাতোকে। উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে অনশনরত আলোক কুমার ভর্মাও হাসপাতালে ভর্তি। শনিবার রাতে ক্যালকাটা মেডিক্যাল কলেজে ভর্তি হন আরও এক অনশনরত ডাক্তার অনুষ্টুপ মুখোপাধ্যায়।
জুনিয়র ডাক্তারদের আন্দোলনে সংহতি জানিয়ে দেশজুড়ে প্রতীকী অনশনে নামছেন জুনিয়র চিকিৎসকরা। ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন সূত্রে খবর, মঙ্গলবার ১২ ঘণ্টা অনশন করবেন দেশের সব মেডিকেল কলেজের জুনিয়র চিকিৎসকরা।