আরজি কর কাণ্ডে এবার টালা থানার অতিরিক্ত ওসিকে সিবিআই তলব। মঙ্গলবার বিকেলে পল্লব বিশ্বাস নামে ওই পুলিশ আধিকারিক সিবিআইয়ের সল্টলেকের অফিস সিজিও কমপ্লেক্সে যান। অতিরিক্ত ওসির সঙ্গে ছিলেন তাঁর আইনজীবী। বেশ কিছু কাগজপত্রও সঙ্গে নিয়ে সিজিও কমপ্লেক্সে ঢোকেন ওই অতিরিক্ত ওসি। যদিও তাঁকে কী নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, জানা যায়নি।
গত শনিবার সিবিআইয়ের হাতে গ্রেফতার হন টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল। তথ্যপ্রমাণ লোপাটের অভিযোগ তাঁর বিরুদ্ধে। ওই একই দিনে চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় গ্রেফতার হন সন্দীপ ঘোষও। তবে সোমবার সিবিআই শিয়ালদহ আদালতে জানিয়েছেন, এখনও পর্যন্ত গণধর্ষণের কোনও প্রমাণ মেলেনি। তবে এই মামলায় ধৃত সন্দীপ ঘোষ ও টালা থানার তৎকালীন ওসি অভিজিৎ মণ্ডল জেরায় সদুত্তর দিচ্ছেন না বলে অভিযোগ তোলে সিবিআই। আরও তিনদিন হেফাজতেরও আবেদন করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এরই মধ্যেই টালা থানার অতিরিক্ত ওসিকে সিজিও কমপ্লেক্সে তলব করে আরও তথ্য জানতে পারে সিবিআই।
আদালতে সিবিআই দাবি করে, গত ৯ অগাস্ট, যুবতী চিকিৎসকের দেহ উদ্ধারের পর থেকে সন্দীপ ঘোষ ও অভিজি মণ্ডলের সবথেকে বেশি কথাবার্তা হয়। কল ডিটেইলসে সেই সব তথ্যও পেয়েছে সিবিআইয়ের অভিযোগ, বেশ কয়েকটি 'সন্দেহজনক' মোবাইল নম্বরেও দুজনই কথা বলেছেন। তাই সেই বিষয়ে দুজনকে আরও জেরা করা প্রয়োজন আছে বলে মনে করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
সোমবার টালা থানার প্রাক্তন ওসির পাশে দাঁড়ায় লালবাজার। সোমবার দুপুরে অভিজিতের সার্ভে পার্কের বাড়িতে যান কলকাতা পুলিশের উচ্চপদস্থ কর্তারা। ছিলেন কলকাতা পুলিশের অতিরিক্ত কমিশনার ভি সলোমন নিশা কুমার। কর্তব্যে গাফিলতি, মানতে চাইছেন না উচ্চপদস্থ কর্তারাও।