পুজোর আগেই খুলছে টালা ব্রিজ। জানালেন কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম। টালা ব্রিজ চালু হয়ে গেলে পুজোতে উত্তর কলকাতা ও শহরতলির মানুষদের যাতায়াতের কষ্ট অনেকটাই কমবে। মেয়র জানান, প্রথমে ছোট গাড়ি চলবে। এরপর বড় গাড়ি চালানো হবে ব্রিজে। চলতি সপ্তাহের মধ্যে ব্রিজের ভারবহনের রিপোর্ট ও চূড়ান্ত ছাড়পত্র চলে আসবে। আরও কিছু শেষ মুহূর্তের কাজ বাকি থাকবে। যা আগামী তিন মাসে শেষ করা হবে।
সেতু তৈরির পর ভারবহনের ক্ষমতা যাচাই করা পূর্ত দফতরের নিয়ম। টালা ব্রিজের প্রস্তুতকারক সংস্থা তা নিয়ে খড়গপুর IIT-র বিশেষজ্ঞদের চিঠি পাঠিয়েছিল। টালা ব্রিজ চালু নিয়ে এদিন ফিরহাদ হাকিম বলেন, "পুজোর আগে খুলে যাবে। প্রথমে কয়েকদিন ছোট গাড়ি চলবে। তারপর বড় গাড়ি চলবে। বড় গাড়ি চলার ক্ষেত্রে কোনও বাধা থাকবে না। এক সপ্তাহ ছোট গাড়ি চলবে। তারপর বড় গাড়ি চলবে।" ফিরহাদ হাকিম জানান, ব্রিজে তিনচারটে সিঁড়ি করা হবে। স্কুল আছে। সেখানে সিঁড়ি হবে। নির্মাণকারী সংস্থা আরও তিন মাস সময় নিয়েছে। তার মধ্যে শেষ হবে।
আরও পড়ুন: মহালয়ায় খুলতে পারে টালা ব্রিজ, চূড়ান্ত পরীক্ষার জন্য খড়গপুর IIT-কে চিঠি পূর্ত দফতরের
টালা ব্রিজ খুলে গেলে পাশের ব্রিজের কাজ শুরু হবে। মেয়র ফিরহাদ হাকিম জানান, মুখ্যসচিবের ঘরে বৈঠক হয়। পিডব্লিউডি, নির্মাণকারী সংস্থা, রেল সবাই ছিল। সেখানে ঠিক হয়, রোড টেস্টের রিপোর্ট পেয়ে যাব। তারপর আমরা ম্যাডামের কাছে উদ্বোধন করার জন্য ডেট চাইব।"