সোমবার সল্টলেকে বিজেপির (BJP) মিছিল ঘিরে ধুন্ধুমার। সল্টলেকে (Saltlake) বিজেপির কার্যালয় ভাঙচুরের অভিযোগ এবং অভিযুক্তদের শাস্তির দাবিতে এই মিছিলের আয়োজন করা হয়। মিছিলের নেতৃত্বে ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।
প্রথমে মিছিল সল্টলেকের পূর্বাঞ্চলীয় সাংস্কৃতিক কেন্দ্রের দিকে রওনা হয়। মিছিলকে মাঝপথে আটকে দেয় পুলিশ। এরপর শুভেন্দু অধিকারীরা বিধাননগর কমিশনারেটের দিকে এগিয়ে যান। এরপরই পুলিশের (Police) সঙ্গে কথা কাটাকাটি হয়। রাস্তাতেই বসে পড়ে বিক্ষোভ দেখাতে থাকেন বিজেপি বিধায়ক। শুভেন্দু অধিকারী জানান, "বাংলা গণতন্ত্রের গ্যাসচেম্বারে পরিণত হয়েছে। রাজ্যপাল যা বলেছেন, ঠিকই বলেছেন।"
আরও পড়ুন: 'গোয়ায় গিয়ে হামলার মুখে', টুইট করেই ডিলিট করলেন বাবুল সুপ্রিয়
আগামী ১৩ ফেব্রুয়ারি বিধাননগরে পুরভোট। বিজেপির অভিযোগ, নির্বাচনের আদর্শ বিধি লাগু হয়ে যাওয়ার পরেও প্রচার করতে দিচ্ছে না তৃণমূল। বারবার তাঁদের ওপর হামলা হচ্ছে বলে অভিযোগ বিজেপির। পুলিশ এদিন মিছিল আটকালে পুলিশের বিরুদ্ধে মাইকিং করে স্লোগান দিতে থাকেন শুভেন্দু।