কৃষকদের ভোটে ক্ষমতায় এসে তাঁদেরই বঞ্চিত করছে তৃণমূল। মঙ্গলবার কিষাণ মোর্চার মিছিল শুরুর আগে এভাবেই তৃণমূল সরকারকে আক্রমণ শানালেন শুভেন্দু অধিকারী। এদিন রাজ্যে ক্রমবর্ধমান কৃষক আত্মহত্যা, তৃণমূলের বঞ্চনা, ফসলের লাভজনক মূল্য না দেওয়ার প্রতিবাদে কিষাণ মোর্চার মিছিলে পা মেলান শুভেন্দু অধিকারী, রাহুল সিনহা, প্রিয়াঙ্কা টিবরেওয়ালরা। কলেজ স্কোয়ার থেকে মিছিল শুরু হয়ে যায় ধর্মতলায়। তার আগে কলেজ স্কোয়ারের সভা থেকে রাজ্য সরকারকে কার্যত তুলোধনা করেন শুভেন্দু।
এখানেই শেষ নয়। শুভেন্দু এদিন আরও বলেন, বিজেপি কৃষিঋণ মকুবের কথা বললেও তা শোনেনি তৃণমূল সরকার। ফলে সিঙ্গুরে গিয়ে মুখ্যমন্ত্রীর কৃষক-দরদী সাজার কোনও প্রয়োজন নেই বলেও জানান বিধানসভার বিরোধী দলনেতা।