উপাচার্য পুনর্নিয়োগ মামলায় হাইকোর্টের রায়ই বহাল রাখল সুপ্রিম কোর্ট। কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে সোনালি চক্রবর্তীকে পুনর্বহালের সিদ্ধান্ত আগেই খারিজ করে কলকাতা হাইকোর্ট। মঙ্গলবার সেই সিদ্ধান্তকেই মান্যতা দেয় দেশের শীর্ষ আদালত।
কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ জানায়, কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে পুনর্নিয়োগের এক্তিয়ার রাজ্য সরকারের নেই। পাশাপাশি, কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদ থেকে সোনালি চক্রবর্তীকে অপসারণের নির্দেশ দেওয়া হয়। কিন্তু সেই নির্দেশ অমান্য করেই আলাপন-পত্নীকে কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে পুনর্বহালের বিজ্ঞপ্তি জারি করে রাজ্য সরকার। সেপ্টেম্বরেই বিজ্ঞপ্তি খারিজ করে দেয় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। কিন্তু এরপর জল গড়ায় সুপ্রিম কোর্টে।
আরও পড়ুন- Manik Bhattacharya News Update: ঠিক কী কী অভিযোগে গ্রেফতার মানিক ভট্টাচার্য? জানেন কী?
প্রাক্তন রাজ্যপাল জগদীপ ধনখড়ের অভিযোগ ছিল, রাজভবনের অনুমতি ছাড়াই পশ্চিমবঙ্গের ২৫টি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ হয়েছে। এরপরেই স্বজনপোষণের অভিযোগ তুলে সোচ্চার হন প্রাক্তন আচার্য ধনখড়।