সুপ্রিম কোর্টে গৃহীত হল না RG কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের করা দুর্নীতি সংক্রান্ত মামলা। সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়ে দিয়েছে, সন্দীপ ঘোষ দুর্নীতি নিয়ে যে মামলা করেছিলেন সেই সংক্রান্ত একটি জনস্বার্থ মামলা চলছে কলকাতা হাইকোর্টে। সেই কারণে ওই মামলা হস্তক্ষেপের কোনও প্রয়োজন মনে করছে না দেশের শীর্ষ আদালত।
কী অভিযোগ ছিল সন্দীপ ঘোষের?
তাঁর কথা না শুনেই আরজি করে দুর্নীতি মামলায় সিবিআই নির্দেশ দিয়েছে কলকাতা হাই কোর্ট। এই অভিযোগ করে এবার সুপ্রিম কোর্টে মামলা করেছিলেন সন্দীপ ঘোষ। শুক্রবার অর্থাৎ আজ তাঁর মামলার শুনানি ছিল। কিন্তু মামলার শুরুতেই ধাক্কা খেলেন তিনি।
আরজি করের ঘটনা সামনে আসতেই উঠে আসে সন্দীপের বিরুদ্ধে একাধিক অভিযোগ ওঠে। অগাস্ট মাসে সন্দীপের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে ইডি তদন্তের দাবি জানিয়েছিলেন আরজি কর হাসপাতালের প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলি। সেই মামলায় কলকাতা হাই কোর্টের বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ সিবিআই তদন্তের নির্দেশ দেন। সেই মামলাতেই সন্দীপকে গ্রেফতার করেছে সিবিআই।
সন্দীপকে আরজি করের মহিলা চিকিৎসককে খুনের মামলায় গত ১৬ অগস্ট থেকে টানা জেরা করছিল সিবিআইয়ের অন্য একটি দল। এই ঘটনায় আপাতত আরজি করের প্রাক্তন অধ্যক্ষকে আটদিন সিবিআই হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে আলিপুরের আদালত।