একদিকে, এই ঘটনায় দোষী সঞ্জয়ের ফাঁসি চেয়ে রাজ্যের আবেদন খারিজ করল কলকাতা হাই কোর্ট। অন্যদিকে, সুপ্রিম কোর্ট ফিরিয়ে দিল নির্যাতিতার পরিবারকে। দেশের প্রধান বিচার সঞ্জীব খান্না জানিয়েছেন, এই মামলায় তাড়াহুড়োর কোনও প্রয়োজন নেই। আগামী ১৭ মার্চ এই মামলার পরবর্তী শুনানি ধার্য করা হয়েছে।
সম্প্রতি শিয়ালদহ আদালতে সিবিআইয়ের দায়ের করা মামলায় সঞ্জয়কে আমৃত্যু কারাবাসের নির্দেশ দিয়েছিলেন বিচারক অনিবার্ণ দাস। সেই রায়কে চ্যালেঞ্জ করে কলকাতা হাই কোর্টে গিয়েছিল রাজ্য সরকার। আদালতে সঞ্জয়ের ফাঁসির দাবি করেছিল রাজ্য। শিয়ালদহ আদালতের রায়ের পরেই তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী।
সেই মামলায় হাই কোর্টের ডিভিশন বেঞ্চ জানিয়েছে, সর্বোচ্চ শাস্তি চেয়ে মামলা করার অধিকার রাজ্যের নেই। আদালত জানিয়েছে, এই মামলা একমাত্র করতে পারে সিবিআই।