নিয়োগ দুর্নীতি মামলায় অস্বস্তিতে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। কলকাতা হাই কোর্টের নির্দেশে হস্তক্ষেপ করল না সুপ্রিম কোর্ট। শুক্রবার সুপ্রিম কোর্ট জানিয়েছে, হাই কোর্টের নির্দেশে হস্তক্ষেপ করবে না তারা। তবে ইডিকে আইন মেনে কাজ করতে হবে। আইনের বাইরে কিছু করা যাবে না। এদিন এই মামলা খারিজ করে দেয় সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি এসভিএন ভাট্টির ডিভিশন বেঞ্চ।
এর আগে নিয়োগ দুর্নীতি মামলায় কলকাতা হাই কোর্টের বিচারপতি অমৃতা সিংয়ের একক বেঞ্চ ও সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ অভিষেককে নির্দেশ দেন ইডিকে নথি দিতে হবে। ডিভিশন বেঞ্চ জানায়, সিঙ্গল বেঞ্চের এক্তিয়ার লঙ্ঘন করেন। ইডি যে গুরুত্বপূর্ণ তথ্য চেয়েছে, তা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয় অভিষেককে। এছাড়া প্রয়োজন মনে করলে সমন পাঠাতে পারে তদন্তকারী সংস্থা। এই অংশকে চ্যালেঞ্জ করেই সুপ্রিম কোর্টে যান অভিষেক।