বিজেপির নবান্ন অভিযানে ডিউটি করতে গিয়ে আহত পুলিশ কর্তা দেবজিৎ চট্টোপাধ্যায়। বর্তমানে SSKM-এ ভর্তি তিনি। তাঁর শারীরিক অবস্থার খোঁজ নিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।
বুধবার সকালেই সুকান্ত মজুমদার ফোন করেন ওই পুলিশ কর্তাকে। বেশ কিছুক্ষণ কথা বলেন। সুকান্ত মজুমদার বলেন, "হাজার হোক, ও আমাদের মতোই মানুষ। কথা হল। খুব ভাল নেই বললেন উনি। একটু অসুবিধা আছে। কথা বলতে পারছেন স্পষ্ট করে। আশা করি, কয়েকদিনের মধ্যে ঠিক হয়ে যাবে।"
প্রসঙ্গত, মঙ্গলবার বিজেপির নবান্ন অভিযানে ডিউটি করতে গিয়ে আক্রান্ত হন অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনার দেবজিৎ চট্টোপাধ্যায়। আক্রান্ত হন একাধিক পুলিশ কর্মী। তাঁদের মধ্যে বেশ কয়েকজনের আঘাত গুরুতর। পুলিশকর্তা দেবজিৎ চট্টোপাধ্যায়ের চোখে গুরুতর চোট লাগে। বর্তমানে তিনি এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর উপর হামলা চালানোর অভিযোগ ওঠে বিজেপি কর্মীদের বিরুদ্ধে। মোট ৬টি FIR দায়ের করে ১৩জনকে গ্রেফতার করেছে পুলিশ। আরও অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।