সংখ্যালঘু ভোটাররা তৃণমূলের থেকে সরছেন। এই উপনির্বাচন সেই ইঙ্গিতই করছে। সাগরদিঘি উপনির্বাচনে জোটপ্রার্থীর জয় নিয়ে এমনই মন্তব্য বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের।
বৃহস্পতিবার নির্বাচনের ফলাফলের পর রাজ্যের সদর দফতর মুরলীধর সেন স্ট্রিটে আবির খেলেন বিজেপি কর্মীরা। এরপরই সাংবাদিক বৈঠক করেন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি বলেন, "মুসলিম আসনে এরকম ধরনের ঘটনা ঘটেছে। ঘটছেও। কিছু মুসলিম ভোট এখন তৃণমূল কংগ্রেসের থেকে কংগ্রেসের দিকে যাচ্ছে। সাগরদিঘি উপনির্বাচনের ফল তেমনই ইঙ্গিত করছে।"
আরও পড়ুন: মাধ্যমিকের অঙ্ক পরীক্ষায় গ্রাফ পেপার নেই! বিবৃতি দিয়ে বিভ্রান্তি মেটাল মধ্যশিক্ষা পর্ষদ
পাশাপাশি সুকান্ত মজুমদার জানান, পশ্চিমবঙ্গের সিংহভাগ মানুষ ভারতীয় জনতা পার্টির সঙ্গে আছেন।