"অপা পর্ব হয়েছে, এখনও ওয়েব সিরিজের অনেক পর্ব বাকি"। ধর্মতলায় বিজেপির ধর্নামঞ্চে শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে এমনই হুঙ্কার দিলেন সুকান্ত মজুমদার (Sukanta Majumder)।
বৃহস্পতিবার ধর্মতলার ধর্নামঞ্চ থেকে সুকান্ত মজুমদার বলেন, "কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে। কিন্তু কী কথা হয়েছে বলব না। অপেক্ষা করুন। ওয়েব সিরিজের ২টি পর্ব দেখা গেছে। আরও পর্ব বাকি আছে। অপা পর্বের পরে আরও কত কী পর্ব আসবে দেখতে থাকুন।"
মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) দিল্লি সফরের আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করতে যান বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অমিত শাহের সঙ্গে বৈঠক সেরে বেরিয়ে শুভেন্দু জানান, "তৃণমূলের নেতানেত্রী সহ ১০০ জনের নাম জমা দিয়েছি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে। বিভিন্ন তথ্যপ্রমাণও জমা দিয়েছি।"
আরও পড়ুন: আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়, দেখা রাষ্ট্রপতির সঙ্গেও
৫ অগাস্ট পর্যন্ত শিক্ষক নিয়োগ দুর্নীতিতে পথসভা ও ধর্নার আয়োজন করেছে রাজ্য বিজেপি। ৬-৮ অগাস্ট ও পরে ১৬-১৮ অগাস্ট ব্লকস্তরে মিছিল ও ধর্না করবে বিজেপি।