রাজ্যপাল সিভি আনন্দ বোসকে একাধিক ইস্যুতে আক্রমণ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। এই পরিস্থিতিতেই রাজ্যপালের সঙ্গে দেখা করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Mazumder)। জানালেন, এক একজনের কাজের স্টাইল এক এক রকম।
জানা গিয়েছে, শিক্ষা নিয়োগ দুর্নীতি-সহ একাধিক ইস্যুতে রাজ্যের বিরুদ্ধে রাজ্যপালের কাছে ডেপুটেশন জমা দিতে গিয়েছিলেন সুকান্ত। এই নিয়ে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে কটাক্ষ করেছেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ।
আরও পড়ুন: রাজনৈতিক বিরোধিতা আছে বলেই নিশানা, বিশ্বভারতী কর্তৃপক্ষকে এবার পাল্টা চিঠি অমর্ত্য সেনের
কিছুদিন আগেই বিধানসভায় বিজেপি বিধায়করা রাজ্যপালের বিরুদ্ধে স্লোগান তোলেন। কুণালের অভিযোগ, তা নিয়েই ক্ষমা চাইতে যান সুকান্ত মজুমদার।