মল্লিকবাজারের এক বেসরকারি হাসপাতালের আটতলা থেকে রোগীর ঝাঁপ দেওয়ার ঘটনায় অভিযোগ উঠেছে দমকলের বিরুদ্ধে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ঘটনাস্থলে গিয়েও ওই রোগীকে বাগে আনতে পারেননি দমকলের লোকেরা। এই অভিযোগ অবশ্য উড়িয়ে দিলেন দমকলমন্ত্রী সুজিত বসু। তাঁর দাবি, প্রশাসন সবরকমভাবে সহযোগিতা করেছে। কিন্তু তারপরেও যদি দুর্ঘটনা ঘটে যায়, তা সত্যিই দুর্ভাগ্যজনক।
জানা গিয়েছে, সুজিত অধিকারী নামে ওই রোগী লেকটাউনের বাসিন্দা। বৃহস্পতিবার নার্সিংহোমে ভরতি হয়েছিলেন তিনি। শনিবার সকাল সাড়ে দশটা নাগাদ আটতলার খোলা জানলা দিয়ে কার্নিশে চলে যান ওই রোগী। প্রায় আড়াই ঘণ্টা ধরে কার্নিশেই ছিলেন তিনি। কখনও উঠে দাঁড়িয়ে আবার কখনও হাঁটু মুড়ে বসে থাকতে দেখা যায় তাঁকে। কেউ সামনে আসলে আত্মহত্যা করবেন বলেও হুমকি দিচ্ছিলেন যুবক।
আরও পড়ুন- Patient Death: দমকলের সামনেই হাসপাতালের আট তলার কার্নিস থেকে ঝাঁপ দিয়ে রোগীর
খবর পেয়ে রোগীকে উদ্ধার করতে ঘটনাস্থলে যায় দমকল। আনা হয় হাইড্রলিক ল্যাডার। দমকলের তরফে প্রায় ঘণ্টা দুয়েক ধরে ওই রোগীকে কার্নিস থেকে নেমে আসতে বলা হয়। কিন্তু তিনি তা শোনেননি। তিনি বিপজ্জনক অবস্থায় সেখানে বসে থাকেন। তারপর একটা নাগাদ তিনি সেখান থেকে ঝাঁপ দেন।