বুধবার অনেকটাই সুর নরম শুভ্রার। মঙ্গলবার পার্থ চট্টোপাধ্যায়ের দিকে জুতো ছোড়েন। বুধবার শুভ্রার দাবি, "এত গরম, শরীর খারাপ। এই সময় উনি সামনে এসে পড়লেন। নিয়ন্ত্রণ রাখতে পারিনি। আমার কোনও পার্টির ওপরেই কোনও রাগ নেই।" কোনও পার্টির ওপরেই কোনও রাগ নেই। জানালেন শুভ্রা ঘোড়ুই।
গতকাল জোকা ইএসআই-তে তাঁর সেই ঝাঁঝালো বক্তব্য শুনেছে রাজ্যবাসী। তবে অভিযোগ এখনও একই। দক্ষিণ ২৪ পরগনার আমতলার বাসিন্দা শুভ্রা। গতকাল কেন রাজ্যের প্রাক্তন মন্ত্রীর দিকে জুতো ছোঁড়েন তিনি। তাঁর দাবি, নিয়োগ দুর্নীতি তদন্তে কোটি কোটি টাকা উদ্ধার হচ্ছে, হেভিওয়েট রাজনৈতিক নেতারা ফ্ল্যাট কিনছেন। এসব ঘটনাক্রমই তাতিয়ে দিয়েছে তাঁকে। সটান জুকো ছুড়ে মারেন মন্ত্রীর দিকে। তারপর খালি পায়ে বাড়ি ফেরেন তিনি।
আরও পড়ুন: মমতার মন্ত্রিসভায় বাবুল সুপ্রিয়, রদবদলে আরও নতুন মুখ
সোমবার শুভ্রার বক্তব্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। বিজেপি নেতা অমিত মালব্য দাবি করেন, শুভ্রাই আসল মহিষাসুরমর্দিনী। যিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমতাচ্যূত করবেন।