যাদবপুরে তাঁকে প্রাণে মারার পরিকল্পনা করা হয়েছিল। এই অভিযোগ রাজ্যের বিরোধী দলনেতা ও নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারীর। এই অভিযোগেই থানায় রেভলিউশনারি স্টুডেন্ট ফেডারেশন নামের ছাত্র সংগঠনের বিরুদ্ধে এফআইআর করলেন শুভেন্দু অধিকারী।
বৃহস্পতিবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলেন শুভেন্দু। অংশ নিয়েছিলেন প্রতিবাদ কর্মসূচিতে। অভিযোগ তখনই তাঁকে কালো পতাকা দেখানো হয়। অভিযোগ ওঠে মাওবাদী ছাত্র সংগঠনের বিরুদ্ধে। পাল্টা এবিভিপি-র প্রতিবাদে হঠাৎ করেই উত্তপ্ত হয় যাদবপুর এইটবি বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকা।
আরও পড়ুন : যাদবপুরে শুভেন্দুকে কালোপতাকা, এবিভিপি-আরএসএফ সংঘর্ষে উত্তাল ক্যাম্পাস
এই ঘটনায় শুভেন্দু অধিকারীর নিরাপত্তারক্ষীদের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছে আরএসএফ। অভিযোগ, বিরোধী দলনেতার কেন্দ্রীয় নিরাপত্তারক্ষীরা বিনা প্ররোচনায় তাদের উপর হামলা চালায়।
এদিকে, রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস তাদের সোশাল মিডিয়া হ্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করেছে। সেখানে দেখা গিয়েছে আরএসএফের দিকে অশ্লীন ভাষা ব্যবহার করছেন রাজ্যের বিরোধী দলনেতা। কটুক্তি করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রীকে। যদিও এই ভিডিও সতত্যা যাচাই করেনি এডিটরজি বাংলা।