প্রদেশ কংগ্রেস সভাপতি হলেন শুভঙ্কর সরকার। সর্বভারতীয় কংগ্রেসের সম্পাদক পদে ছিলেন তিনি। এতদিন পর্যন্ত প্রদেশ কংগ্রেস সভাপতি ছিলেন অধীর চৌধুরী।
শনিবার রাতে সর্বভারতীয় কংগ্রেস কমিটির তরফে একটি প্রেস বিবৃতি প্রকাশ করা হয়েছে। যেখানে প্রদেশ কংগ্রেসের সভাপতি হিসেবে শুভঙ্কর সরকারের নাম জানানো হয়েছে। এবং কে সি বেণুগোপাল ওই প্রেস বিবৃতি প্রকাশ করেছেন।
এদিকে ওই প্রেস বিবৃতিতে অধীর চৌধুরীর প্রশংসা করা হয়েছে। জানানো হয়েছে, অধীর চৌধুরী অত্যন্ত দক্ষতার সঙ্গে দায়িত্ব সামলেছেন। কিন্তু বর্তমানে তাঁকে ওই দায়িত্ব থেকে অব্যহতি দেওয়া হচ্ছে। যদিও আগেই প্রদেশ কংগ্রেস সভাপতির পদ থেকে সরতে চেয়েছিলেন অধীর।