অফলাইন ক্লাস(Offline Class) চালুর দাবিতে মঙ্গলবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে(Jadavpur University) বিক্ষোভ দেখায় একদল পড়ুয়া। ইঞ্জিনিয়ারিং বিভাগের পড়ুয়াদের অভিযোগ, সবকিছু স্বাভাবিক হয়ে গেলেও এখনও অফলাইন ক্লাস শুরু করতে রাজি নয় বিশ্ববিদ্যালয়(Jadavpur University) কর্তৃপক্ষ। এর প্রতিবাদে উপাচার্যের(VC) ঘরের সামনে বিক্ষোভে দেখান তাঁরা।
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের(Jadavpur University) ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র সংসদ ফেটসুর(FETSU) তরফে জানানো হয়, রাজ্যে সমস্ত বিশ্ববিদ্যালয় অফলাইনে ক্লাস শুরু হলেও যাদবপুরে অনলাইনেই ক্লাস(Online Class) চালু রাখতে চান অধ্যাপকরা। কিন্তু ছাত্র সংসদের দাবি, অবিলম্বে অফলাইনে পঠন-পাঠন চালু করতে হবে।
আরও পড়ুন- BJP: সবংয়ে বিজেপি কর্মী খুনের ঘটনায় সিবিআই জালে ৩ অভিযুক্ত, বাকিদের খোঁজে চলছে তল্লাশি অভিযান
জানা গেছে, এই দাবি নিয়ে ফেটসুর(FETSU) সদস্যরা মঙ্গলবার উপাচার্য সুরঞ্জন দাসের(Suranjan Das) ঘরের সামনে বিক্ষোভ দেখান। বেশ কিছুক্ষণ বিক্ষোভ চলার পর অফলাইন ক্লাস(Offline Class) চালর আশ্বাস দিলে বিক্ষোভ উঠে যায়।