School Fees: বেতন না দিলেও ক্লাস করতে দিতে হবে পড়ুয়াদের, স্কুল কর্তৃপক্ষকে নির্দেশ কলকাতা হাইকোর্টের

Updated : Apr 19, 2022 17:26
|
Editorji News Desk

বেতন (School Fees) না দিলেও ক্লাস করতে দিতে হবে পড়ুয়াদের (Students)। বেসরকারি স্কুলগুলিকে এমনটাই নির্দেশ কলকাতা হাইকোর্টের। মঙ্গলবার কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায় এবং বিচারপতি মৌসুমী ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছে, পড়াশোনায় কোনও বাধা দিতে পারবে না স্কুল। এই প্রসঙ্গে স্কুল কর্তৃপক্ষের নোটিস সঠিক নয় বলে দাবি দুই বিচারপতির ডিভিশন বেঞ্চের।

বেতন বাকি থাকায় শহরের অধিকাংশ স্কুল পড়ুয়াদের পড়াশোনা বন্ধ করে দিয়েছে। এমনটাই অভিযোগ গত কয়েকদিন ধরে সামনে এসেছে। এই প্রসঙ্গে হাইকোর্টে জনস্বার্থ মামলা (PIL) দায়ের হয়। আদালত জানিয়ে দিয়েছে, বেতন বকেয়া থাকলেও পড়ুয়াদের স্কুলে ঢুকতে (School Entrance) কোনও রকম বাধা দেওয়া যাবে না। এমন কী আইনশৃঙ্খলার দোহাই (Law and Orders) দিয়ে স্কুল বন্ধও রাখতে পারবে না কর্তৃপক্ষ।

গত ৯ এপ্রিল জিডি বিড়লা (GD Birla) স্কুলের পক্ষ থেকে একটি নোটিস দেওয়া হয়। সেখানে জানানো হয়, বেতন না দিলে স্কুলে ঢুকতে দেওয়া হবে না। এমনকী আইন শৃঙ্খলার দোহাই দিয়ে কলকাতার পাঁচটি বেসরকারি স্কুলের গেটে তালা দেওয়া হয়। সেই নোটিস প্রত্যাহারের নির্দেশ দিয়েছে আদালত।

আরও পড়ুন: পরিবার ও প্রত্যক্ষদর্শীদের নিরাপত্তা প্রয়োজন, হাঁসখালি কাণ্ডে জনস্বার্থ মামলা দায়ের

শুধু তাই নয়, ১৪৫টি বেসরকারি স্কুলের বকেয়া ফি নিয়ে দ্বন্দ্ব মিটিয়ে নিতে স্পেশাল অফিসার নিয়োগ করেছিল আদালত। আগামী ৬ জুনের মধ্যে সেই রিপোর্ট জমা করার নির্দেশ দেন বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায় ও বিচারপতি মৌসুমী ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ।

Calcutta HCHigh CourtCalcutta High CourtSchool

Recommended For You

editorji | কলকাতা

Jadavpur University: 'অচল' যাদবপুরে নয়া চাঞ্চল্য, রাজের উগ্র বোমা, নিজের পাড়াতেই 'Wanted' ব্রাত্য

editorji | কলকাতা

Tangra Murder Case : পুলিশের গাড়িতে বাড়ি ফিরলেন প্রসূন, ট্যাংরার ঘটনায় পুলিশের পুনর্নির্মাণ

editorji | কলকাতা

Mamata Banerjee : এপি সেন্টার মুর্শিদাবাদ, দক্ষিণ দিনাজপুর, ভোটের আগে ভুয়ো ভোটারের জাল, বিজেপির বিরুদ্ধে

editorji | কলকাতা

Abhishek Banerjee : টার্গেট ২১৫, নেতাজি ইন্ডোর থেকে বিধানসভার লক্ষ্য স্থির করে দিলেন অভিষেক

editorji | কলকাতা

Madhyamgram Murder : কী ভাবে আহিরীটোলা চিনলেন ফাল্গুনী-আরতি ? মধ্যমগ্রাম-কাণ্ডে উদ্ধার সেই ইট