বকেয়া বেতন মেটানোর পরও স্কুলে ঢুকতে না দেওয়ার অভিযোগ। সোমবার জিডি বিড়লা স্কুলে(GD Birla School) ঢুকতে দেওয়া হল না একাধিক ছাত্রীকে। এর প্রতিবাদে অভিভাবকরা স্কুল কর্তৃপক্ষের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন। অভিভাবকদের অভিযোগ, কলকাতা হাইকোর্টের(Kolkata High Court) নির্দেশ অনুসারে স্কুলের বকেয়া বেতন মেটানোর পরও প্রবেশ করতে দেওয়া হয়নি ছাত্রীদের। অন্যদিকে স্কুল কর্তৃপক্ষের দাবি, স্কুলের ধার্য করা বেতনই দিতে হবে ওই ছাত্রীদের।
করোনাকালে(Covid) স্কুল বন্ধ ছিল দীর্ঘদিন। অনলাইনে চলছিল ক্লাস(Online Story)। অভিভাবকদের অভিযোগ, স্কুল বন্ধ থাকলেও অন্যান্য ফি নিচ্ছে স্কুল কর্তৃপক্ষ। এই বিষয়েই আদালতে দায়ের হয় জনস্বার্থ মামলা। আদালত জানিয়েছিল, ৮০ শতাংশ টিউশন ফি(Tuition Fee) দিতে হবে অভিভাবকদের। কিন্তু তারপরেও আদালতের নির্দেশ অবমাননা করা হল বলে অভিযোগ অভিভাবকদের।
জানা গেছে, আদালতের নির্দেশ অনুযায়ী ফি দেওয়ায় রিপোর্ট কার্ড(Report Card) দেওয়া হয়নি বেশকিছু ছাত্রীকে। দেখাতে না পারায় 'সরি' বলে স্কুলের দরজা বন্ধ করে দেওয়া হয় বলে অভিযোগ। অভিভাবকেরা জানান, আদালত যে পরিমাণ বেতন দিতে বলেছিল, সেটাই দেওয়া হয়েছে, তা সত্ত্বেও স্কুল পড়ুয়াদের প্রবেশ করতে বাধা দেওয়া হচ্ছে।