ফের উত্তপ্ত যাদবপুর বিশ্ববিদ্যালয় (Jadavpur University ) । এবার অস্থায়ী উপাচার্য বুদ্ধদেব সাউকে (Buddhadev Sahoo) ঘেরাও করে রাখার অভিযোগ উঠল পড়ুয়াদের বিরুদ্ধে । পড়ুয়াদের অভিযোগ, তাঁদের সঙ্গে আলোচনায় বসতে রাজি হননি । তাই তাঁরা উপাচার্যের পথ আটকান । যদিও কিছুক্ষণ পর পরিস্থিতি স্বাভাবিক হয় । পড়ুয়াদের সঙ্গে আলোচনায় বসেন বুদ্ধদেব সাউ ।
জানা গিয়েছে, যাদবপুরের অন্তর্বর্তীকালীন উপাচার্য বুদ্ধদেব সাউয়ের সঙ্গে সিসিটিভি-সহ একাধিক ইস্যুতে কথা বলতে চান একাধিক ছাত্র সংগঠনের সদস্যরা । পড়ুয়াদের দাবি, উপাচার্য আলোচনায় বসার জন্য সোমবার সময় দেবেন বলে আশ্বাস দেন তাঁদের ।
আরও পড়ুন, Duttapukur Blast: দত্তপুকুরে ওই বাড়ির পিছনে বাঁশবাগানে বাজির মশলা, নমুনা খতিয়ে দেখল ফরেনসিক
কিন্তু, পড়ুয়াদের অভিযোগ, আলোচনা না করেই এদিন বিশ্ববিদ্যালয় থেকে বেরিয়ে যাচ্ছিলেন বুদ্ধদেববাবু । সেইসময় তাঁকে আটকে দেন পড়ুয়ারা । ঘেরাও করে বিক্ষোভ দেখাতে থাকেন । উপাচার্যের দাবি, তিনি সময় দেওয়ার বিষয়ে কোনও কথা দেননি ।
যদিও, বেশিক্ষণ চলেনি এই ঘেরাও-বিক্ষোভ । উপাচার্য বিক্ষোভকারী পড়ুয়াদের সঙ্গে কথা বলতে রাজি হন । শেষে আলোচনায় বসেন তাঁরা ।