জঙ্গি কার্যকলাপের সঙ্গে জড়িত থাকার অভিযোগ। হাওড়া স্টেশন থেকে কোচবিহারের এক ব্যক্তিকে গ্রেফতার এসটিএফের। গোয়েন্দাদের অনুমান, অভিযুক্ত হাওড়া থেকে ভিনরাজ্যে পালাচ্ছিল। ধৃত ব্যক্তির নাম নান্নু মিঁয়া। বয়স ৪০ বছর।
বেঙ্গল এসটিএফের অভিযোগ, দীর্ঘদিন ধরেই জঙ্গি কার্যকলাপের সঙ্গে যুক্ত ওই ব্যক্তি। কোচবিহারের দিনহাটার বাসিন্দা তিনি। গতবছর দক্ষিণ ২৪ পরগনার শাসন থানায় জঙ্গি কার্যকলাপ সংক্রান্ত এক মামলার তদন্তে এই ব্যক্তির নামে তথ্য পায় এসটিএফ। UAPA-এর বিভিন্ন ধারা ছাড়াও ভারতীয় ফৌজদারি আইনের বেশ কিছু ধারায় মামলা রুজু করা হয়েছে।
গত মঙ্গলবার হুগলি থেকে এক যুবককে জঙ্গি সন্দেহে গ্রেফতার করে এসটিএফ। ওই যুবকের বাড়ি মুর্শিদাবাদে। এবার জঙ্গি সন্দেহে ফের গ্রেফতার এক ব্যক্তি।