আলিয়া বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে কোকেন-সহ গ্রেফতার ৭ জন। উদ্ধার হওয়া মাদকের ওডন ১৬৫ গ্রাম। আনুমানিক বাজারমূল্য ৩৫ লক্ষ টাকা। জেরা করে বাকিদের খুঁজছে পুলিশ।
কয়েকদিন আগে হাওড়া থেকে STF-এর তল্লাশিতে কোকেন উদ্ধার হয়। সেই সূত্র ধরেই একাধিক এলাকায় তল্লাশি চালানো হচ্ছে। শনিবার রাতে গোপন সূত্রে খবর পায় STF। সেই অনুযায়ী STF আলিয়া বিশ্ববিদ্যালয়ের সামনে হাজির হয়। গাড়ি ও বাইকে মোট ৬ জন যুবক ওই জায়গায় আসে। কিছুক্ষণ পর আরও একজন আসে। ওই ৭জনকেই গ্রেফতার করে STF।
জানা গিয়েছে , ধৃত অবিনাশ কুমারের থেকে মাদক নেওয়ার কথা ছিল ৬ জনের। তার আগেই মাদক-সহ গ্রেফতার করা হয় তাঁদের।