সম্প্রতি রাজ্যের মন্ত্রিসভার বৈঠকে মুখ্যমন্ত্রীর নির্দেশ দিল আরজি করের ঘটনায় জুনিয়র ডাক্তারদের নিয়ে বাইরে কোনও মন্তব্য করা যাবে না। কিন্তু সেই নির্দেশ কার্যত নির্দেশেই রয়ে গিয়েছে। কিছুদিন আগে আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের জুতো শ্রমিক বলে অভিযোগ করেছিলেন রাজ্যের বিধায়ক নারায়ণ গোস্বামী। এবার আরজি কর আন্দোলকে হাততালি দেওয়া ডিস্কো ড্যান্স বলে কটাক্ষ করলেন একদা বাম নেতা ও বর্তমানে তৃণমূল বিধায়ক তাপস চট্টোপাধ্যায়।
শুধু রাজারহাটের বিধায়ক নন, এবার জুনিয়র ডাক্তারদের আক্রমণ করলেন রাজ্যের গ্রন্থাগারমন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরীও। তাঁর অভিযোগ, আন্দোলনের নামে সাধারণ মানুষকে হয়রান করছেন জুনিয়র ডাক্তাররা। মুখ্যমন্ত্রীর সৌজন্যতার সুযোগ নিচ্ছেন তাঁরা। এদিন, গ্রন্থাগারমন্ত্রী জানিয়েছেন, বারবার ডাকার পর যে ভাবে আলোচনা ভেস্তে গিয়েছে, তাতে রাজ্যের কিছু করার ছিল না।
মঙ্গলবার সুপ্রিম কোর্টে রয়েছে আরজি কর শুনানি। তার আগে ফের নজিরবিহীন ভাবে সরকারি আক্রমণের মুখে রাজ্যের জুনিয়র ডাক্তাররা। ওয়াকিবহাল মহলের দাবি, মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেও কেনও তাঁদের এই ভাবে আক্রমণের মুখে পড়তে হচ্ছে তা অজানা। যদিও রাজ্যের এক বিধায়ক এবং রাজ্যের এক মন্ত্রীর আক্রমণের পরেও ধৈর্য্য দেখাচ্ছেন জুনিয়র ডাক্তাররা।