পুজোর আগেই রাজ্যে ডেঙ্গি ও ম্যালেরিয়ায় নিয়ন্ত্রণ চায় রাজ্য। সেই কারণে, ছুটি রবিবারও বৈঠকে প্রশাসনের শীর্ষ কর্তারা। নবান্নে রাজ্যের সব জেলার জেলাশাসকদের নিয়ে বৈঠক করলেন স্বরাষ্ট্রসচিব বিপি গোপালিকা ও স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগম।
নবান্ন সূত্রে দাবি, বৈঠকে ডেঙ্গি ও ম্যালেরিয়ার মোকাবিলায় প্রশাসন কী কী পদক্ষেপ করেছে তা জানতে চান স্বরাষ্ট্র সচিব। বৈঠকে জেলাশাসকদের সঙ্গে জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকদের যোগদান বাধ্যতামূলক করা হয়েছিল। তাঁদের কাছেও জেলার স্বাস্থ্য পরিকাঠামো নিয়ে জানতে চাওয়া হয়।
হুগলি, নদিয়া, হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, মালদহ ও মুর্শিদাবাদে ডেঙ্গি এবং ম্যালিরিয়ার প্রকোপ রয়েছে যথেষ্ট। জানা গিয়েছে, এই জেলা গুলিকে নিয়ে বৈঠকে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। মূলত পুজোর আগে ডেঙ্গি এবং ম্যালেরিয়ার উপরে নিয়ন্ত্রণ চাইছে রাজ্য প্রশাসন। তাই জেলাশাসকদের ভূমিকা এই বৈঠকে বুঝিয়ে দেওয়া হয়েছে।