কলকাতা হাইকোর্টের চাকরি বাতিলের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে গেল স্কুল সার্ভিস কমিশন । সোমবার এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় ঐতিহাসিক রায় দিয়েছে আদালত । প্রায় ২৬ হাজার শিক্ষক-অশিক্ষক কর্মীর চাকরি বাতিল করে দিয়েছিল আদালত । রায় ঘোষণার দিনই স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান জানিয়ে দিয়েছিলেন, তারা শীর্ষ আদালতের দ্বারস্থ হবেন । বুধবারই সুপ্রিম কোর্টে মামলা করল এসএসসি ।
সোমবার বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি মহম্মদ সাব্বির রশিদের ডিভিশন বেঞ্চ জানিয়েছে, ২০১৬ সালের পুরো প্যানেলই বেআইনি। যাদের চাকরি গিয়েছে, তাঁদের সুদ সমেত বেতন ফেরত দিতে হবে। সুদের হার এখানে ১২ শতাংশ। একই সঙ্গে নির্দেশে, রাজ্যকে ১৫ দিনের মধ্যে নতুন নিয়োগের নির্দেশ দেওয়া হয়েছে। প্রকাশ করতে বলা হয়েছে OMR শিটও।