সোমবার ইডেনে পঞ্জাব কিংসের বিরুদ্ধে খেলতে নামছে কলকাতা নাইট রাইডার্স (KKR VS PK) । ম্যাচের কথা মাথায় রেখে দর্শকদের জন্য বিশেষ ব্যবস্থা নিয়েছে মেট্রো রেল কর্তৃপক্ষ । রাতে খেলা শেষ বাড়ি ফিরতে যাতে অসুবিধা না হয়, তার জন্য অতিরিক্ত দু'টি মেট্রো (Kolkata Metro) চালানোর কথা ঘোষণা করা হয়েছে ।
মেট্রো রেলের তরফে জানানো হয়েছে, রবিবার রাত ১২.১৫ মিনিটে এসপ্ল্যানেড স্টেশন থেকে দু'টি বিশেষ ট্রেন ছাড়বে । একটা যাবে দক্ষিণেশ্বরের দিকে । আর একটি যাবে কবি সুভাষের দিকে । সব স্টেশনেই থাম্বে মেট্রো দুটি। ট্রেন ছাড়ার আগে পর্যন্ত এসপ্ল্যানেড স্টেশনে টিকিট কাউন্টার খোলা থাকবে । স্মার্ট কার্ড ও টোকেন দুইই পাওয়া যাবে ।