ফের বচসায় জড়ালেন শোভন চট্টোপাধ্যায় এবং রত্না চট্টোপাধ্যায়। আলিপুর আদালতে সেই বচসার নীরব দর্শক হয়ে থাকলেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়। শনিবার ছিল শোভন-রত্নার বিবাহ বিচ্ছেদ মামলার শুনানি। প্রত্যক্ষদর্শীদের দাবি, এজলাসের বাইরে চায়ের বিরতিতে এসেছিলেন দু পক্ষ। সেইসময় প্রথমে আলোচনা, তারপর তীব্র বচসায় জড়িয়ে পড়েন শোভন চট্টোপাধ্যায় এবং রত্না চট্টোপাধ্যায়। প্রায় মিনিট পনেরো তাঁদের মধ্যে এই বচসা চলে বলে দাবি।
প্রথমে জানা না গেলেও, পরে জানা গিয়েছে শোভন-রত্নার এদিনের বচসার কারণ। মূলত সম্পত্তি ভাগাভাগি নিয়ে দু জনের মধ্যে বিবাদ শুরু হয়। শোভন অভিযোগ করেন, তাঁর অনেক কিছু এখনও রত্না কুক্ষিগত করে রেখেছেন। পাল্টা রত্নার দাবি, শোভন গোলপার্কের যে বাড়িতে থাকেন, সেটা তাঁর ভাই শুভাশিস দাসের নামের। এ ছাড়া ব্যক্তিগত নানা বিষয়েই শোভন-রত্না পরস্পরকে আক্রমণ করেছেন বলে প্রতক্ষ্যদর্শীদের দাবি। গোটা ঘটনার সাক্ষী ছিলেন বৈশাখী।
দু’জনের চিৎকার-চেঁচামেচি আরও বাড়তেই এগিয়ে আসেন শোভনের নিরাপত্তারক্ষীরা। রত্নাকেও থামতে বলেন তাঁর আইনজীবী ও অনুগামীরা। কিন্তু কেউই তখন থামতে রাজি হচ্ছিলেন না বলে প্রত্যক্ষদর্শীদের দাবি।