ডেঙ্গির জেরে রাজ্যে মৃত্যুর সংখ্যা বাড়ছে। শনিবার রাজ্যে ডেঙ্গিতে মৃত্যু ১৫ বছরের কিশোরীর। মৃত কিশোরীর নাম কায়নাত পারভিন। সে হুগলির বৈদ্যবাটির বাসিন্দা। শনিবার রাজ্যে ৭,৫৪৫ জনের ডেঙ্গি পরীক্ষা হয়েছে। যার মধ্যে ৯৪৫ জনের রিপোর্ট পজিটিভ এসেছে বলে খবর।
হুগলি, উত্তর ২৪ পরগনার পাশাপাশি কলকাতাতেও পাল্লা দিয়ে বাড়ছে ডেঙ্গির প্রকোপ। দক্ষিণ কলকতাতেই ডেঙ্গির প্রকোপ বেশি। কলকাতা পুরসভা শনিবার জানিয়েছে, দক্ষিণ কলকতার বরো ৮ থেকে বরো ১৪। এই এলাকায় ডেঙ্গির প্রকোপ সবথেকে বেশি। অন্তত ৪,৬২৭ জন আক্রান্ত হয়েছে। কলকাতার মোট আক্রান্তের ৭৬.৫ শতাংশ দক্ষিণ কলকাতা থেকেই আক্রান্ত।
ডেঙ্গির প্রকোপ বাড়ছে ঢাকুরিয়া, যাদবপুর, হালতু, বেহালা, নয়াবাদ এলাকাতে। তবে দক্ষিণের জোকা ও গার্ডেনরিচে ডেঙ্গির প্রভাব কম। উত্তর কলকাতায় ডেঙ্গি আক্রান্তের সংখ্যা তুলনামূলকভাবে অনেক কম। পুরসভার তথ্য অনুযায়ী, উত্তরে ডেঙ্গি আক্রান্ত ১,৩৭১ জন। যা মোট আক্রান্তের ২২.৬ শতাংশ।