কোভিড আক্রান্ত (Covid positive) হয়ে আলিপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি সৌরভ গঙ্গোপাধ্যায়ের মা নিরূপা গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly's mother Nirupa Ganguly)। সোমবার রাত থেকে অসুস্থ বোধ করছিলেন তিনি। চিকিৎসকের পরামর্শ মতো মঙ্গলবার সকালে তাঁকে ভর্তি করা হয় হাসপাতালে।
শ্বাসকষ্ট থাকায় তাঁকে অক্সিজেন দেওয়া হচ্ছে বলেই খবর। এ ছাড়াও তাঁর সর্দি-কাশি জ্বর সহ কোভিডের একাধিক উপসর্গ রয়েছে নিরূপা দেবীর। মেডিসিন এবং ক্রিটিক্যাল কেয়ার বিশেষজ্ঞের তত্ত্বাবধানে রয়েছেন । হৃদরোগ, ডায়েবিটিস-সহ একাধিক কো-মর্বিডিটি (Comorbidity) রয়েছে নিরূপার।
Ranbir-Deepika: ফের জমবে দীপিকা-রণবীর রসায়ন? 'ব্রহ্মাস্ত্র ২'-তে রয়েছেন আলিয়াও
মঙ্গলবার সকালেই মাকে দেখতে সৌরভ হাসপাতালে আসেন। চিকিৎসকদের সঙ্গে কথা বলেন। গত বছর অগস্ট মাসে করোনা আক্রান্ত হয়েছিলেন নিরূপা। সে বারও হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাঁকে। করোনা আক্রান্ত হয়েছিলেন মহারাজ এবং কন্যা সানাও।