ত্রিপুরা পর্যটনের ব্যান্ড অ্যাম্বাসাডর হওয়ার সম্মতি দিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। এই সিদ্ধান্ত নিয়ে রাজনৈতিক রংও লাগছে। এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন সৌরভ। জানালেন, এই 'আলোচনা' পছন্দ করছেন না সৌরভ। তাঁর প্রশ্ন, কেন তাঁর সবকিছুতে রাজনীতি জুড়ে দেওয়া হয়!
ত্রিপুরায় বিজেপি সরকার। সেই রাজ্যের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হওয়ার পিছনে বিজেপি ঘনিষ্ঠতা খুঁজছেন অনেকেই। বুধবার বেহালার বাড়িতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সৌরভ জানান, তাঁকে ত্রিপুরা পর্যটনের প্রচারের দায়িত্ব দেওয়া হয়েছে। কিন্তু এত রাজনীতি টেনে আনা কেন হচ্ছে। পাশাপাশি তিনি বাংলা-সহ একাধিক রাজ্যের ব্র্যান্ড অ্যাম্বাসাডরদের প্রসঙ্গও টেনে আনেন। জানান, তাঁদের বেলা কেন প্রশ্ন ওঠে না। সবই কি রাজনৈতিক!
সৌরভ বলেন, "আমি কারও সঙ্গে দেখা করলে, কথা বললে, সব কিছুতে রাজনীতি জুড়ে দেওয়া হয়। আমি খুব সাধারণ, সোজাসাপ্টা জীবনযাপন করি। আমার সঙ্গে জড়িত বিষয়গুলিকে সেভাবেই দেখা হোক। সবে গতকাল প্রস্তাব এসেছে। কিছু করার আগেই রাজনীতির সঙ্গে জুড়ে যাচ্ছে।"