রাজ্যে লগ্নি টানতে স্পেন সফরে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। তা নিয়েই শুরু হয় সমালোচনা। এবার সেই সমালোচনার জবাব দিলেন সৌরভ। জানিয়ে দিলেন, তাঁর কোনও রাজনৈতিক আনুগত্য নেই। যেখানে ইচ্ছে, সেখানে যেতে পারেন। কাউকে জবাব দেবেন না।
সৌরভ জানিয়েছেন, তিনি ব্যক্তিগতভাবে কোনও রাজনৈতিক দলের অনুগত নয়। কিন্তু দেশ-বিদেশ থেকে একাধিক আমন্ত্রণ আসে। কিন্তু তিনি কারও কাছে জবাবদিহি করতে বাধ্য নন। স্পেনে মুখ্যমন্ত্রীর সফরে কারখানার নাম ঘোষণা করেছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। তা নিয়ে তীব্র সমালোচনার মুখে পড়েন তিনি। এবার দেশে ফিরেই সমালোচক ও নিন্দুকদের কড়া জবাব দিলেন মহারাজ।
আরও পড়ুন: দিল্লির ধরনায় তৃণমূলের লোক কত ? নেতা-মন্ত্রীদের নেতাজি ইন্ডোরে জমায়েতের নির্দেশ
বৃহস্পতিবার নিজের বায়োপিক রিলিজ করতে কলকাতায় আসেন মুথাইয়া মুরলিধরন। সেই অনুষ্ঠানে হাজির ছিলেন সৌরভ। বিশ্বকাপ কেমন হবে, তা নিয়েও কথা বলেন তিনি।