তদন্ত যতই এগোচ্ছে পেয়াঁজের খোলার মতো মতো বেরিয়ে আসছে বিস্ফোরক নানা তথ্য। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র মৃত্যুর ঘটনায় ইতিমধ্যেই ১৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এই প্রথম কোনও অভিযুক্ত খুললেন মুখ। এই ঘটনায় প্রথম ধৃত ছাত্র সৌরভ চৌধুরী প্রিজন ভ্যান থেকে দাবি করেন, র্যাগিংয়ের কোনও ঘটনা ঘটেনি, প্রথম বর্ষের বাংলা বিভাগের পড়ুয়া নিজেই ঝাঁপ দিয়েছিলেন।
JU Student Death: চিৎকার করে কুরুচিকর কথা বলতে বাধ্য করা হয়েছিল মৃত পড়ুয়াকে? চাঞ্চল্যকর তথ্য তদন্তে
প্রিজন ভ্যান থেকে সৌরভ আরও জানান , ‘আমরা গরিব বলে ফাঁসানো হচ্ছে। কোনও র্যাগিং হয়নি। পুলিশ তদন্ত করবে সেটা। বারান্দা থেকে ঝাঁপ দিয়েছে ওই ছাত্র। এটুকুই আমাদের চোখের সামনে ঘটেছে। ‘ পাশাপাশি তাঁরা অপরাধী নয় বলেও দাবি করেন সৌরভ , ন্যায্য বিচার চান।