নববর্ষে বস্তিবাসীদের জন্য বিশেষ উপহার কলকাতা পৌরসভার। এবার থেকে বস্তি এলাকায় জ্বলবে সৌর আলো। জানা গিয়েছে, বায়ু দূষণের মাত্রা কমাতেই নতুন 'পরিবেশ সেল' খুলেছে কলকাতা পৌরসভা। তারাই শহর খতিয়ে দেখে ল্যাম্পপোস্টের পরিবর্তে সৌর বিদ্যুৎ ব্যবহারের উপযোগিতার কথা তুলে ধরেছেন।
প্রাথমিকভাবে কলকাতা পুরসভার অন্তর্গত ৩০ টি বস্তি চিহ্নিত করা হয়েছে। এগুলির মধ্যে রয়েছে উত্তর কলকাতার গিরিশ পার্ক, শ্যামবাজার এলাকার বস্তি, এছাড়াও দক্ষিণ কলকাতার খিদিরপুর, ঢাকুরিয়া, কালীঘাট এলাকার বিভিন্ন বস্তিতে লাগানো হবে এই সৌর আলো।
এইসব বিভিন্ন জনবসতি এলাকার গলিতে নতুন লাইট পোস্ট বসানো হবে। তার মাথায় থাকবে একটি সোলার প্লেট। যেখানে সৌরকোষ গুলি গ্রীষ্মের দুপুরে ২০০ ওয়াট বিদ্যুৎ উৎপাদন করবে এবং সন্ধ্যেবেলা তার থেকেই আলোকিত হবে রাস্তা।