শনিবার দুর্গাপুজোর কার্নিভাল। আর সেই কার্নিভালে গান্ধীমূর্তির পাদদেশে ধর্না বন্ধ রাখার সিদ্ধান্ত SLST আন্দোলনকারীদের। রেড রোডের পুজো কার্নিভাল আয়োজন করছে সরকার। তার ঠিক ঢিলছোড়া দূরত্বে ধর্নামঞ্চ। শনিবার ধর্না বন্ধ রাখার জন্য পুলিশের পক্ষ থেকে আন্দোলনকারীদের চিঠি দেওয়া হয়। সরকারের সঙ্গে বিরোধে যেতে চাইছেন না আন্দোলনকারীরাও। তাই তাঁরাও ধর্নায় না বসার সিদ্ধান্ত নিয়েছেন।
আন্দোলনরত চাকরিপ্রার্থী অভিষেক সেন জানান, শনিবার গান্ধীমূর্তির পাদদেশে SLST চাকরিপ্রার্থীরা ধর্না করবে না। কার্নিভাল আছে। আইন-শৃঙ্খলার প্রশ্ন আছে। হাই সিকিউরিটির ব্যাপার। তাই প্রশাসনিক নিষেধাজ্ঞা মেনে নিচ্ছেন তাঁরা। ৯ অক্টোবর থেকে নিয়মমাফিক ধর্না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নিয়োগপত্র না দিলে, ধর্না চলবে বলেও জানান SLST চাকরিপ্রার্থীরা।
এর আগেও প্রশাসনিক কাজে আন্দোলনে ছেদ পড়েছে চাকরিপ্রার্থীদের। ১৫ অগাস্টের অনুষ্ঠানেও তাদের কাছে চিঠি যায়। রেড রোডে কোনও অনুষ্ঠান হলেই আন্দোলনরত চাকরিপ্রার্থীদের কাছে ধর্না বন্ধ রাখার অনুরোধ করে প্রশাসন। প্রশাসনের নির্দেশ মেনে বন্ধ থাকলেও, পরের দিন থেকে যথারীতি শুরু হয় ধর্না।