সকালে সল্টলেকের আচার্য সদন। দুপুরে কলকাতার হাজরা মোড়। নিয়োগের দাবিতে বৃহস্পতিবার ধুন্ধুমার চাকরিপ্রার্থীদের। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, ধাক্কাধাক্কিতে জড়ালেন আন্দোলনকারী চাকরিপ্রার্থীরা। হাজরায় ৪০ জন বিক্ষোভকারীদের আটক করেছে কালীঘাট ও ভবানীপুর থানার পুলিশকর্মীরা। তাদের লালবাজার সেন্ট্রাল লক আপে পাঠানো হয়েছে।
২০১৬ সালে উচ্চ প্রাথমিকে নিয়োগের চাকরিপ্রার্থীরা বৃহস্পতিবার সকালে করুণাময়ী এলাকায় আচার্য সদনে গেটের সামনে বিক্ষোভ করেন। পুলিশের ঘেরাটোপে চাকরিপ্রার্থীদের সঙ্গে ধস্তাধস্তি হয়। অভিযোগ, তাদের গায়ে হাত তোলা হয়।
আরও পড়ুন: উচ্চ প্রাথমিক চাকরিপ্রার্থীদের বিক্ষোভ, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, উত্তপ্ত সল্টলেক
এরপরই তাঁরা যান হাজরা মোড়ে। অভিযোগ, যতীনদাস পার্ক মেট্রো স্টেশনেই অনেককে আটক করে পুলিশ। মেট্রোর ভিতরে ঢুকেও বিক্ষোভ দেখাতে দেখা যায় আন্দোলনকারীদের।